পিতার পত্র—১৫
প্রিয় পুত্র,
পত্রে আমার শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। ঢাকা থেকে তোমার পত্র পেয়েছি। যাই হোক একটু দেরী হলেও ব্যস্ততা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছো। হয়তো জেনে থাকবে দু’মাসের বেতন নাই। তদুপরি তোমার কাকার হালের গোরু কিনেছি। তবে এ পর্যন্ত আকাশে বৃষ্টি নাই। সামনে আবাদ কেমন হবে বলা যাবে না?
তোমার লেখাপড়া হয়তো ভালভাবে চলছে। তুমি হয়তো পথ চেয়ে অস্থির হয়েছো, তাতে মনে করো না। তোমাকে সঠিক সময়ে --------------- টাকা দিলাম। এ মাসের শেষে বেতন এলে আবার টাকা পাঠাবো।তুমি কি শাহপরান হলে সিট নিয়েছো? এ মাসের প্রথম সপ্তাহে বেতন স্কেলের জন্য ঢাকা যাবো অথবা কাগজপত্র পাঠাতে হবে? তুমি একটু ধৈর্য্য ধরে চলো।সমস্ত বিপদ কেটে যাবে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাল যাপন করছি।
বাড়ীতে সকলেই ভাল আছি।
তুমি মনোযোগ সহকারে লেখাপড়া কর । যেন সামান্য একটু ভুলের জন্য পরে অসুবিধা না হয়। ঈশ।বর সহায় হোক , তোমার মনস্কামনা পূরণ হোক।
ইতি
তোমারই পিতা
পিতার পত্র—১৪
স্নেহের পুত্র,
শত শত শুভেচ্ছা দিয়ে পত্র দিলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক। পর সংবাদ তোমার পত্র পেয়েছি এবং তোমার রেজাল্ট শুনে খুশী হয়েছি। প্রার্থনা করি , দয়াময় ঈশ্বরের কাছে তোমার মনস্কামনা যেন পূর্ণ করেন। বিশ্বাস করি তিনি ভক্তের অধীন । প্রথম শ্রেণী নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এটাই তো লক্ষ্য।
তবে শ্রী কৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমাকে স্মরণ কর, ফলের আশা ত্যাগ কর। তাই তোমাকে বলছি তুমি সেভাবেই চলবে। মহৎ অর্জনের জন্য মহৎ কিছু ত্যাগ করতে হয়। নিরাশ হবার কোন কারণ নাই। এখনো অনেক সময় আছে,তুমি এগিয়ে যাও , ভগবান সাথে আছে। স্যারদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কারো প্রতি বিদ্বেষ ভাব দেখাবেনা। কিংবা কাউকে তুচ্ছ মনে করবেনা।সমভাবাপন্ন মন নিয়ে থাকতে হয়। অদৃষ্টে যাহা আছে তাহাই হয়। এ কথাটা বিশ্বাস করতেই হবে।
লেখাপড়ায় মনোযোগী হও, তিনিই সব করবেন। তুমি কেবল নিমিত্ত মাত্র।
ইতি
তোমারই পিতা
পিতার পত্র—১৩
প্রিয়পুত্র,
শত সহস্র আর্শিবাদ রইল। তোমার পত্র পেয়েছি। তোমার পরীক্ষার খবরে চিন্তামুক্ত হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই পরীক্ষা তোমার ভাল হোক। তোমার কামনা পূর্ণ করুক। ঈশ্বরের নাম নিয়ে পরীক্ষা দিতে থাক। কখনো আত্মবিশ্বাস হারাবেনা। দুর্বলতা যেন ক্ষতি করতে না পারে। ভক্তের অধীন ভগবান। ভাল মন্দ তার হাতে।
যাই হোক বর্তমানে ইরি আবাদ শুরু করব এবং গম এখনো মাঠে।
আগেই বলেছি তোমার সুখেই আমি সুখী, যত দূরে আছ তত নিকটেই অবস্থান করছ। এতো দুর্বল কনে হও। এগুলো কিছুই না। মনকে সর্বদা সবল ও সতেজ রাখিও। তাই নিয়মিত গীতা পাঠ সুফল বয়ে আনে এবং তৎসঙ্গে পরিমিত বিশুদ্ধ খাদ্যবস্তু।
তাই বিধি পূর্বক আহার করা উচিৎ। পারতপক্ষে নিয়মিত হরিতকী সেবন করিও।
আমরা সবাই ভালো আছি। সত্যম, শিবম, সুন্দরম।
ইতি
তোমারই পিতা
পিতার পত্র—১২
প্রিয় পুত্র,
পত্রে আর্শিবাদ ও শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। পর সংবাদ তোমার লেখাপড়া ভাল ভাবে করে যাও। বর্তমানে গোটা এলাকা জুড়ে অনাবৃষ্টি চলছে। সামান্যটুকু চাষাবাদ বন্ধ হতে চলছে। জন জীবন অতীষ্ট। প্রচন্ড গরমে জীবকুল ক্লান্ত ও ক্লীষ্ট।
সামনে আবার নির্বাচন। সবকিছু মিলিয়ে এক বিব্রতকর অবস্থা।
তুমি শুধু জেনে রাখ । এগুলো তোমার দ্বায়িত্ব পূর্ণভাবে পালন কর। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে। সামনে কয়েকটা মাস , অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ। এতদিনের শ্রম ও সাধনা যেন বিফলে না যায়, সেদিকে খেয়াল রাখিও।
তোমার কুশল ও মঙ্গল কামনা করে শেষ করলাম। তুমি সুখী হও।
ইতি
তোমারই পিতা
পিতার পত্র—১১
স্নেহের পুত্র
পত্রে আর্শিবাদ রইল। আশা করি ঈম্বর তোমাকে ভালভাবে রেখেছে। নূতন ঠিকানা সহ তোমার পত্র পেয়েছি।
পরীক্ষা ভালভাবে দাও। ভগবান তোমার আশা পূর্ণ করুক। মনে রেখো যুদ্ধে হাত পা ভাঙ্গলে ক্ষতি নাই। মন ভাঙ্গলেই বিপদ। লক্ষ্য যেন ঠিক থাকে। ভক্তের অধীন ভগবান; তার প্রতি বিশ্বাস রেখো।
আমরা বাড়ীতে সকলেই ভাল আছি। তুমি সুন্দর ও থাক, সুস্থ থাকো। তোমার কুশল কামনায় –
ইতি
তোমারই পিতা
1 টি মন্তব্য:
বেশ চলুক ।।
একটি মন্তব্য পোস্ট করুন