এই ব্লগটি সন্ধান করুন

চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

পিতার পত্র ২১ থেকে -২৪

                                                       



                                                                 পিতার পত্র—২৪ 

প্রিয়পুত্র,

পত্রে শুভেচ্ছা রইল আশা করি ভালো আছ তোমার প্র্রেরিত পত্র পেয়েছি যাহোক  তোমার পরীক্ষা হয়তো শেষ এবং তৃতীয় বর্ষের ১ম ক্লাশ শুরু করেছ তোমার পরীক্ষার ফলাফল শুভ হোকএবং কাংখিত লক্ষ্যে পৌছতে পার ঈশ্বররে কাছে সেটাই প্রার্থনা করি

তোমার অসাধ্য সাধনা পূর্ণ হোক,তুমি কায়মনবাক্যে কৃষ্ণ নাম জপিও  যেন কোনমতেই বিফল না হও

এখন পর্যন্ত লোন হয় নাই এবং ধানের অবস্থা বিশেষ ভাল নয় তাই এবার------------------টাকা দিলাম সামনে আরো দেওয়ার চেষ্টা করছি পত্রের উত্তর দিও

বাড়ীতে সকলেই  মোটামুটি ভাল আছি নূপুর ভাল আছে হয়তো নবান্নে বাড়ী আসবে  তোমার শুভ কামনায় শেষ করছি


ইতি 

তোমারই পিতা

বি:দ্রঈদের ছুটিতে কি ঢাকায় থাকবেকবে ভার্সিটি খুলবে জানাইও

 

 

                                                                পিতার পত্র—২৩ 

 


প্রিয় পুত্র,

পত্রে আর্শীবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার পত্র পেয়েছি এবং সবকিছু অবগত হলাম । তোমার কাছে টাকা পাঠাবার জন্য চারদিকে ছুটাছুটি করছি এবং সবখানেই অল্পের জন্য বানচাল হয়ে যায়; এদিকে স্কুল বেতনের খবর নাই। 

তাই  তুমি কিভাবে আছ এবং কেমন ভাবছ যার জন্য নিজেকে খুবই অসহায় মনে হয়। তবুও আশা ছাড়ি নাই। হাতে পেলে সঙ্গে সঙ্গে পাঠাবো।

তুমি নির্ভিক –চিত্তে লেখাপড়া কর। স্বীয় লক্ষ্যে তোমাকে পৌছতেই হবে। সেজন্য আর্শীবাদের কৃপনতা নাই, তোমার জন্য এত কিছু ত্যাগ স্বীকার করা

তুমি ভেঙ্গে পড় না, ভয় পেয়োনা,ঈশ্বর হয়তো একটু আড়ালে আছে। 

আমরা ভাল আছি তবে গত ২রা জুন মুজাম মামা  মারা গেছেন। তোমার বিষ্ণুদার জটিল রোগ হয়েছে হয়তো কলকাতায় যাবে। 


সংসার কোনমতে চালাচ্ছি। বাড়ীতে ছোট-বড় সকলেই ভাল। ----------------

তোমার কুশল কামনা করে এখানেই শেষ করছি। 


ইতি 

তোমারই পিতা

 

                                                             পিতার পত্র—২২ 

 

প্র্রিয় পুত্র,

পত্রে আর্শীবাদ রইল। আশা করি ঈশ্বরের কৃপায় ভাল ভাবে পৌছেছ। বদিউজ্জামান আমার সঙ্গে দেখা করে নাই। ভার্সিটির খবর পত্রিকায় পেয়েছি। এবার মাত্র-------------- টাকা পাঠাচ্ছি। বৃষ্টি যেন আর ছাড়েনা, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমরা সকলেই ভাল আছি। সামনে পরীক্ষার জন্য ভালভাবে প্রস্তুতি নিও। সর্বদাই সজাগ ও সতর্ক থাকিও। 

তোমার সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল কামনা করে শেষ করছি। 


 ইতি 

তোমারই পিতা।


বিঃদ্রঃ তুমি ছিলে গৃহ ছিল আনন্দময়/ তুমি নাই , তাই এখন শূন্যময়। 

  নিয়মিত গীতা পাঠ করিও আর ধূমপান করিও না। 

                                                                     

 

পিতার পত্র—২১ 


প্রিয় পুত্র,

শুভাশীষ ও আর্শিবাদ দিয়ে পত্র দিচ্ছি। গত ৮/১১/২০০০ ইং তারিখে তোমার পত্র পেয়ছি। সবকিছু অবগত হলাম। দীর্ঘ সময় পরে তোমার পত্র স্বস্তির আভাস দিয়েছে। যাই হোক হয়তো এ মূহুর্তে ভাল আছ। তোমার লেখাপড়া সর্ম্পকে জানলাম। তবে স্বাস্থ্যে প্রতি বিশেষ লক্ষ্য রাখিও। আহার বিহার সব কিছু সময়মতো করবে। এবং দুঃশ্চিন্তা পরিত্যাগ করিও। উত্তেজিত হবে না। ভক্তের অধীন ভগবান । কাজেই প্রথমেই তার ভক্ত হওয়া প্রয়োজন, তাকে লক্ষ্যে রেখে সবকিছু করব। কর্মেই তোমার অধিকার ফলে নয়। 

সময় স্বল্পতা হেতু, এবং বেতন না পাওয়ায় যৎকিষ্ণিৎস্বরুপ --------- টাকা পাঠানো হল। তাছাড়া এবার একটু পাওয়ার টিলার নেয়ার চিন্তা করছি। আগামী পত্রেই এর ফলাফল জানতে পারবে। তবে আগামী ৩০ শে নভেম্বরের মধ্যেই আরো টাকা পাঠাবো। 

তুমি কখনো টাকার চিন্তা করো না। এটা চলবে। সুতারাং তোমার স্বীয় লক্ষ্যে পৌঁছার জন্য একনিষ্টভাবে কাজ করে যাও। আমার  আর্শিবাদ ও অকুণ্ঠ কামনা রইল । প্রতিদিন তোমার জন্যই ঈশ্বরের  কাছে প্রার্থনা করি "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - কবি ভরত চন্দ্র ।" 


আমরা বাড়ীতে বর্তমানে ভাল আছি। এবার ফসল ভাল হয় নাই। কারো মুখে হাসি নাই। সকলেই ভাবছে আগামী দিনের কথা। তুচ্ছ মনে করে মন খারাপ করো না। পত্রের উত্তর দিও। তোমার শুভ কামনা করে শেষ করছি। 


      ইতি 

তোমারই পিতা।


বিঃদ্রঃ তোমার বই রায়গঞ্জে পাওয়া যাচ্ছেনা। মালদহে গেলে নিয়ে আসবে। বই পাওয়া যাবে তবে দেরী হবে। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

পিতার পত্র- ১৬ থেকে ২০

পিতার পত্র—২০


প্রিয় পুত্র, 

আমার সহস্র আর্শিবাদ রইল । এমন পরিবার থেকে তুমি যে ভার্সিটিতে  ভর্তি হতে পেরেছো সেটাই তো সুখের কথা। তোমাকে যে ভার্সিটিতে ভর্তি করাতে পারলাম এটাই তো গৌরব। ------------- মধ্যে থেকে এমন আর্থিক দৈন্যের মধ্যে টিকে আছ, এটাই তো আশ্চর্য। তোমার সবোর্চ্চ সাফল্য কামনা করছি। 

মনে রেখো অর্জুন যখন যুদ্ধের প্রাক্কালে দ্বিধাগ্রস্ত, শোক বিহ্বল, হতবাক কি করবে স্থরি করতে পারছে না, তখনই শ্রী কৃষ্ণ বলেছেন –” মামনুস্মর যুধ্য এব চ” অর্থ্যাৎ আমাকে স্মরণ কর এবং যুদ্ধ কর, আমিই সব করব।

তাই বলি তুমিও ভগবানকে স্মরণ কর এবং কর্ম করে যাও, ফল তোমার হাতে নাই । 

আগামী মাসের ২/৩ তারিখে গনেশ শরেন ঢাকায় যাবে এবং তোমার সঙ্গে দেখা করবে। তার সাথে আলাপ করিও । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ভালভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও, সফলতা আসবেই। 

যদি আমাকে যেতে হয় যাবো। তুমি পরে জানাবে। আর না হয় পরীক্ষা দিয়ে বাড়ী এসো। তখন সবকিছু আলাপ  হবে। গত কয়েকদিন বৃষ্টি বাদলের পর আকাশ এখন মুক্ত। ধান কাটা হয়েছে।  সিলেটে সেনানিবাসে  মোশাররফ হোসেন আছেন তার সাথে যোগাযোগ করিও। 

 

আমরা বাড়ীতে সকলেই ভাল আছি। তোমার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ” উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই।” প্রতিদিন গীতা পাঠ করিও । বিদেশে তুমিই ছাত্র এবং তুমিই অভিভাবক। তোমাকেই সবকিছু  ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

    
ইতি 
তোমারই পিতা ।

 


পিতার পত্র—১৯ 


প্রিয় পুত্র ,

পত্রে শুভছ্ছো  আর্শিবাদ রইল। পর সংবাদ  কন্টিনন্টোল কুরিয়ার সার্ভিসে -------------- টাকা পাঠালাম । তুলে নিও। মনে রেখো 'ভক্তের অধীন ভগবান।' তাই,  জাবি এর ফল  প্রকাশ পর্যন্ত অপেক্ষা করে থাকো। আরো টাকা পাঠাইতাম । কিন্তু সামনে মনসা পূজা তাই কম করে দিলাম। সামনে মাসে ------------ টাকা পাঠাবো। 

তোমার সঙ্গে আরো আলাপ হবে। 

তোমার কুশল কামনা করে এখানেই শেষ করছি।                                        


   ইতি 

তোমারই পিতা ।

 

                                    পিতার পত্র—১৮ 

 কল্যাণীয়,

পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার পত্র পেয়েছি। কিন্তু বদিউজ্জামানের কাছ থেকে টাকা ও জিনিষগুলো পেলে  কি না ? তা খবর পেলাম না। তুমি পত্র পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিবে। এবারে ----টাকা দিলাম । 

মনোযোগের সাথে লেখাপড়া কর। ভয় পেয়োনা। সাহসী হও। স্থির লক্ষ্যে ক্রমাগত এগিয়ে যাও। এবার এলাকায় অনাবৃষ্টি । ধান হয়তো সুবিধা হবে না। 

আমরা বর্তমানে সকলেই ভাল আছি। তোমার বইয়ের জন্য লোক গেলে নিয়ে আসবে। এলেই পাঠাব। তোমার কুশল কামনা করে শেষ করছি।  


ইতি 

তোমারই পিতা ।

 


পিতার পত্র—১৭

 

 

প্রিয় বৎস,

পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। পর সংবাদ পর পর দুইটি পত্র ও টাকা পাঠানোর কোন সংবাদ না পাওয়ায় বেশ চিন্তিত। কেমন আছ?  কিভাবে পড়াশুনা হচ্ছে এ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। 

টাকার জন্য কি রাগ করে পত্র দিচ্ছ না নাকি  অন্যকোন কারনে। যাই হোক পত্র পাওয়া মাত্র  উত্তর দিয়ে মনের চিন্তা দূর করবে। আমি ভাল আছি। আগামী ১৫/১১ তারিখের মধ্যে টাকা পাঠাতে পারি। তোমার শুভ কামনায় এখানেই শেষ করছি ।


ইতি 

তোমারই পিতা ।

  

                                                 পিতার পত্র—১৬ 

 

প্রিয় পুত্র,

শারদীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আশা করি মায়ের কৃপায় ভাল আছ এবং ভাল থাক। নির্বাচন পরবর্তী অবস্থা মনকে বড় আঘাত দিয়েছে। যদিও আমাদের এলাকায় তেমন কোন ঘটনা ঘটেনি। পূজা হয়তো তেমন ভাল হবে না। কোন রকমে দায়সারা গোছের। 

যাই হোক তোমার পত্র পেয়েছি এবং সবকিছু অবগত হলাম। তুমি মনোযোগ সহ ভালভাবে লখোপড়া কর। সামনে পরীক্ষা তোমার লক্ষ্য সেটাই। 

এবারে কেবল ------ টাকা দিলাম। বেতনের কোন খবর নাই। বেতন এলে আবারো পাঠাব। আমরা বাড়ীতে সকলেই মোটামুটি ভাল আছি।  তোমার কুশল কামনায় এখানেই শেষ করছি। 


ইতি 

তোমারই পিতা ।


সোমবার, ২২ আগস্ট, ২০২২

পিতার পত্র -১১ থেকে -১৫

                                                    পিতার পত্র—১৫   

 


প্রিয় পুত্র, 

পত্রে আমার শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। ঢাকা থেকে তোমার পত্র পেয়েছি। যাই হোক একটু দেরী হলেও ব্যস্ততা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছো। হয়তো জেনে থাকবে দু’মাসের বেতন নাই। তদুপরি তোমার কাকার হালের গোরু কিনেছি। তবে এ পর্যন্ত আকাশে বৃষ্টি নাই। সামনে আবাদ কেমন হবে বলা যাবে না?

তোমার লেখাপড়া হয়তো ভালভাবে চলছে। তুমি হয়তো পথ চেয়ে অস্থির হয়েছো, তাতে মনে করো না। তোমাকে সঠিক সময়ে --------------- টাকা দিলাম। এ মাসের শেষে বেতন এলে আবার টাকা পাঠাবো।তুমি কি শাহপরান হলে সিট নিয়েছো? এ মাসের প্রথম সপ্তাহে বেতন স্কেলের জন্য ঢাকা যাবো অথবা কাগজপত্র পাঠাতে হবে? তুমি একটু ধৈর্য্য ধরে চলো।সমস্ত বিপদ কেটে যাবে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাল যাপন করছি। 

 বাড়ীতে সকলেই ভাল আছি। 

তুমি মনোযোগ সহকারে লেখাপড়া কর । যেন সামান্য একটু ভুলের জন্য পরে অসুবিধা না হয়। ঈশ।বর সহায় হোক , তোমার মনস্কামনা পূরণ হোক।


                                                                                    ইতি 

                                                                            তোমারই পিতা 

 

 

পিতার পত্র—১৪ 

 


স্নেহের পুত্র,

শত শত শুভেচ্ছা দিয়ে পত্র দিলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক। পর সংবাদ তোমার পত্র পেয়েছি এবং তোমার রেজাল্ট শুনে খুশী হয়েছি। প্রার্থনা করি , দয়াময় ঈশ্বরের কাছে তোমার মনস্কামনা যেন পূর্ণ করেন। বিশ্বাস করি তিনি ভক্তের অধীন । প্রথম শ্রেণী নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এটাই তো লক্ষ্য। 

তবে শ্রী কৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমাকে স্মরণ কর, ফলের আশা ত্যাগ কর। তাই তোমাকে বলছি তুমি সেভাবেই চলবে। মহৎ অর্জনের জন্য মহৎ কিছু ত্যাগ করতে হয়। নিরাশ হবার কোন কারণ নাই। এখনো অনেক সময় আছে,তুমি এগিয়ে যাও , ভগবান সাথে আছে। স্যারদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কারো প্রতি বিদ্বেষ ভাব দেখাবেনা। কিংবা কাউকে তুচ্ছ মনে করবেনা।সমভাবাপন্ন মন নিয়ে থাকতে হয়। অদৃষ্টে যাহা আছে তাহাই হয়। এ কথাটা বিশ্বাস করতেই হবে। 

লেখাপড়ায় মনোযোগী হও, তিনিই সব করবেন। তুমি কেবল নিমিত্ত মাত্র।

                                                                                             ইতি 

                                                                                        তোমারই পিতা 

 

পিতার পত্র—১৩ 

 

 


প্রিয়পুত্র,

শত সহস্র আর্শিবাদ রইল। তোমার পত্র পেয়েছি। তোমার পরীক্ষার খবরে চিন্তামুক্ত হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই পরীক্ষা তোমার ভাল হোক। তোমার কামনা পূর্ণ করুক। ঈশ্বরের নাম নিয়ে পরীক্ষা দিতে থাক। কখনো আত্মবিশ্বাস হারাবেনা। দুর্বলতা যেন ক্ষতি করতে না পারে। ভক্তের অধীন ভগবান। ভাল মন্দ তার হাতে। 

যাই হোক বর্তমানে ইরি আবাদ শুরু করব এবং গম এখনো মাঠে। 

আগেই বলেছি তোমার সুখেই আমি সুখী, যত দূরে আছ তত নিকটেই অবস্থান করছ। এতো দুর্বল কনে হও। এগুলো কিছুই না। মনকে সর্বদা সবল ও সতেজ রাখিও। তাই নিয়মিত গীতা পাঠ সুফল বয়ে আনে এবং তৎসঙ্গে পরিমিত বিশুদ্ধ খাদ্যবস্তু। 

তাই বিধি পূর্বক আহার করা উচিৎ। পারতপক্ষে নিয়মিত হরিতকী সেবন করিও। 

আমরা সবাই ভালো আছি। সত্যম, শিবম, সুন্দরম। 

                                                                                                ইতি 

                                                                                        তোমারই পিতা 

 

 

 

 

পিতার পত্র—১২ 


প্রিয় পুত্র,

পত্রে আর্শিবাদ ও শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। পর সংবাদ তোমার লেখাপড়া ভাল ভাবে করে যাও। বর্তমানে গোটা এলাকা জুড়ে অনাবৃষ্টি চলছে। সামান্যটুকু চাষাবাদ বন্ধ হতে চলছে। জন জীবন অতীষ্ট। প্রচন্ড গরমে জীবকুল ক্লান্ত ও ক্লীষ্ট। 

সামনে আবার নির্বাচন। সবকিছু মিলিয়ে এক বিব্রতকর অবস্থা। 

তুমি শুধু জেনে রাখ । এগুলো তোমার দ্বায়িত্ব পূর্ণভাবে পালন কর। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে। সামনে কয়েকটা মাস , অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ।  এতদিনের শ্রম ও সাধনা যেন বিফলে না যায়, সেদিকে খেয়াল রাখিও। 

তোমার কুশল ও মঙ্গল কামনা করে শেষ করলাম। তুমি সুখী হও। 

                                                                                            ইতি 

                                                                                        তোমারই পিতা 

 

পিতার পত্র—১১

 


স্নেহের পুত্র 

পত্রে আর্শিবাদ রইল। আশা করি ঈম্বর তোমাকে ভালভাবে রেখেছে। নূতন ঠিকানা সহ তোমার পত্র পেয়েছি। 

পরীক্ষা ভালভাবে দাও। ভগবান তোমার আশা  পূর্ণ করুক। মনে রেখো যুদ্ধে হাত পা ভাঙ্গলে ক্ষতি নাই। মন ভাঙ্গলেই বিপদ। লক্ষ্য যেন ঠিক থাকে। ভক্তের অধীন ভগবান; তার প্রতি বিশ্বাস রেখো। 

আমরা বাড়ীতে সকলেই ভাল আছি। তুমি সুন্দর ও থাক, সুস্থ থাকো। তোমার কুশল কামনায় –

                                                                                             ইতি 

                                                                                        তোমারই পিতা 

পিতার পত্র- ৬ থেকে -১০

পিতার পত্র—১০

 


প্রিয় পুত্র,

পত্র শত সহস্র শুভেচ্ছা রইল। আশা কর ভাল আছ। তোমার প্রেরিত পত্র পেয়েছি এবং সবকিছু অবগত হলাম। 

শুধু এটুকুই বলতে পারি , তুমি যথেষ্ট ধৈর্য্য ধরে যে ভাবে মানসিক দুঃখে লেখাপড়া করছ এটা যেমন আশ্চর্য্য ,তার চেয়ে আরো আশ্চর্য্য যে এমন পরিবারের ছেলে হয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছ। তবে জেনে রাখ এ অবস্থা চিরদিন থাকবেনা। দুঃখের পর সুখ আসবেই এটা প্রকৃতির নিয়ম। আমি কেবল ঢাকার কাজটা সেরে  ফেলি। হয়তো নভেম্বর বা ডিসেম্বরে সম্পূর্ণ হবে। 

যাদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পাচ্ছ তাদের সঙ্গে সৎব্যবহার করে বন্ধুর ঋণ  পরিশোধ করিও। আর বলিও সেদিন বেশী দূরে নয় এমন দিন চিরদিন থাকবে না।  তোমার প্রতি শুধু এটুকুই বলব শুরু যখন করেছ তা যেন ভালভাবেই সম্পন্ন হয়। যোগ্য পিতার যোগ্য সন্তান হয়েই বিশ্ববিদ্যালয় থেকে বাড়ী ফিরে আসতে পারো। তোমার জন্য সমাজ ও দেশের অনেক কাজ বাকী আছে। যা সম্পাদনের জন্য তোমাকে উপযুক্ত দক্ষতা অর্জন করতে হচ্ছে। 

এ মাসেই টাকা পাঠাব, যত টাকা ধার হোক তা দিতে আমি বদ্ধ পরিকর। তবে একটু সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে এলাকায় এবারে আশানুরূপ বৃষ্টি হচ্ছে না। ফলে লোকজন বিশেষভাবে চিন্তিত; তদুপরি নির্বাচনের ক্রিয়া –প্রতিক্রিয়া। দেশের রাজনৈতিক অস্থিরতায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করাই ভাল। যতদূর সম্ভব নিজেকে সমান দূরত্ব বজায় রেখে চলব।

 আনিসুরের ভাই আমজাদকে পত্র দিলাম। তার সঙ্গে যোগাযোগ রেখে চলিও , দূর বিদেশ সে হবে তোমার আপনজন। 

”নিশি দিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে।” ”আমার ভক্ত কোনদিন বিনষ্ট হয়না। আমিই তার সমস্ত বোঝা বহন করি। এটা কথা নয় বরং জীবনে প্রমাণিত।” সুতারাং হতাশা বা ভয়ের কারণ নাই। পলায়ন বা ত্যাগের বিষয় নয়। বরং যেভাবে পড়াশুনা চালিয়ে যাচ্ছ এটা শুধু  তোমার নয় বরং পরিবারের আগামী দিনের দৃষ্টান্ত। এমনি করেই দুঃখে কষ্টের মাধ্যমেই বড় হতে হয়। পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা তো এভাবেই বিশ্বের মানুষকে ঋণে আবদ্ধ করেছনে। এভাবেই অনেক বলা যায়। সবই এখন বুঝতে পারছ। শুধু স্মরণ করে দিলাম। যা হোক সামনে মনসা পূজা , সেদিকে একটু ব্যস্ত আছি। মা কে স্মরণ করে এমন দুর্দিনে যদি কৃপা পাই। তোমার সুখ, স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। 

                                                                        ইতি 

                                                                তোমারই পিতা 

 

 

পিতার পত্র—৯

 


প্রাণাধিক পুত্র,

পত্রে  আমার শত শত শুভেচ্ছা রইল তোমার প্রেরিত পত্র –মারফত সুসংবাদ জেনে শুধু আমি নই সকলেই পরম খুশী তোমার আশাতীত সাফল্য চিরদিন অটুট ও অক্ষুন্ন থাকুক এটাই কামনা করি যার্ ,তোমার জন্য প্রতিটি মুহূর্ত অনুভব করি তুমি যাওয়ার পর বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহে ব্যস্ত ছিলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হইতে না হইতে ব্যর্থ হয়ে যায় আবার বিকল্প পথ খুঁজতে থাকি যাক , সমাধানের পথে এসেছি তোমার জন্য আপাতঃত অতুলের মাধ্যমে ------ টাকা দিলাম আর আগামী ১৬ মার্চ বেতন তুলে ------ টাকা কুরিয়ার সার্ভিসরে মাধ্যমে পাঠাব

তুমি আর কোন চিন্তা করবে না আমরা বাড়ীতে সকলেই ভাল আছি তোমার সুখই আমার সুখ অর্জুন যখন দ্বিধাদ্বন্দে ছিল তখন কৃষ্ণ বলেছেন- ” মামনুস্মর যুধ্য চ” অর্থ্যাৎ আমাকেই স্মরণ কর এবং যুদ্ধ কর সমস্ত কর্মের ভার আমিই বহন করি তোমার কুশল কামনায় –

                                                                                ইতি

                                                                    প্রফুল্ল কুমার রায়

 

 

                                                                           পিতার পত্র—৮ 

 


স্নেহের পরিমল,

পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার মোবাইল নম্বর পেয়েছি। যা হোক এবারে ---- টাকা দিলাম । ভূট্টা ও ধান এখনো পাকেনি। এক সপ্তাহ পরে হয়তো হতে পারে। 

সামনে পরীক্ষা, তাই মনোযোগ সহকারে পরীক্ষা দিবে। কারণ কোন পরীক্ষাই তুচ্ছ বা অবহেলার বস্তু নয়। তাছাড়া এ পরীক্ষার ফলাফল তোমার জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে। তাই একটু পরিশ্রম করে ভালভাবে প্রস্তুতি নিবে। বহুদিনের শ্রম ও সাধনা যেন ব্যর্থ না হয়। মুখ যেন আগের মতো উজ্জ্বল থাকে। 

 তোমার শুভ কামনায় এখানেই শেষ করছি।   


                                                                    ইতি 

                                                            তোমারই পিতা 

 

 

 

পিতার পত্র—৭ 

 


প্রিয় পুত্র

নূতন বছরের শুভেচ্ছা রইল আশা করি ভাল আছ টাকা সংগ্রহ করতে দেরী হওয়ায় টাকা পাঠাতে  দেরি হলএবারের ভর্তি ফিস সহ ------ টাকা পাঠালাম সামনে মাসে প্রথম দিকে আবার টাকা পাঠাতে পারব কালব সমিতির টাকা এ মাসের শেষের দিকে হবে

 তুমি মনোযোগ সহকারে লেখাপড়া করতে থাক সাফল্য এখন নাগালের মধ্যেই প্রবল শৈত্য প্রবাহে জন জীবন বিপন্ন আগামী রবি ফসলের ক্ষতির সম্ভাবনা 

 আমরা সকলে একরুপ ভাল  আছি তোমার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি

                                                                                                   ইতি 

                                                                                            তোমারই পিতা 





পিতার পত্র—৬ 


প্রিয়পুত্র,

পত্রে শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। তোমার পড়াশোনা ভালভাবে চলছে এবং সামনে পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছ। তোমার আশা পূর্ণ হোক । ভালভাবে পরীক্ষা দাও। তবে এ কথাও বলে রাখি পরীক্ষা মানেই পরীক্ষা । সদা সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টির কোন অবকাশ নাই। সামান্য একটু ভুল পরে সংশোধন নাও হতে পারে। 

যাই হোক এতদিন হয়তো কষ্টে আছ তা অনুভব করছি । কিন্তু চষ্টোর কোন ত্রুটি করি নাই। সীমিত সম্পদের মাঝে তোমাকে টাকা দিবার চেষ্টা চালাচ্ছি। এবারে --- টাকা দিলাম। এ মাসের শেষে হয়তো আরো দিতে পারব। 

এদিকে সকল দেনা পাওনা পরিশোধ করতে হচ্ছে। তাই একটু সময় লাগবে। ঋণের টাকা এখনও হয় নাই । তবে কথা দিচ্ছে।  আমরা বাড়ীতে মোটামুটি ভাল আছি। বাড়ী এলে  চা ও চায়ের চারা নিয়ে এসো। তোমার শুভ কামনায় শেষ করছি।


                                                                                ইতি 

                                                                        তোমারই পিতা