পিতার পত্র—২৪
প্রিয়পুত্র,
পত্রে শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছ। তোমার প্র্রেরিত পত্র পেয়েছি। যা’হোক তোমার পরীক্ষা হয়তো শেষ। এবং তৃতীয় বর্ষের ১ম ক্লাশ শুরু করেছ। তোমার পরীক্ষার ফলাফল শুভ হোকএবং কাংখিত লক্ষ্যে পৌছতে পার ঈশ্বররে কাছে সেটাই প্রার্থনা করি।
তোমার অসাধ্য সাধনা পূর্ণ হোক,তুমি কায়মনবাক্যে কৃষ্ণ নাম জপিও । যেন কোনমতেই বিফল না হও।
এখন পর্যন্ত লোন হয় নাই এবং ধানের অবস্থা বিশেষ ভাল নয় তাই এবার------------------টাকা দিলাম। সামনে আরো দেওয়ার চেষ্টা করছি। পত্রের উত্তর দিও।
বাড়ীতে সকলেই মোটামুটি ভাল আছি। নূপুর ভাল আছে। হয়তো নবান্নে বাড়ী আসবে। তোমার শুভ কামনায় শেষ করছি।
ইতি
তোমারই পিতা।
বি:দ্র: ঈদের ছুটিতে কি ঢাকায় থাকবে? কবে ভার্সিটি খুলবে জানাইও।
পিতার পত্র—২৩
প্রিয় পুত্র,
পত্রে আর্শীবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার পত্র পেয়েছি এবং সবকিছু অবগত হলাম । তোমার কাছে টাকা পাঠাবার জন্য চারদিকে ছুটাছুটি করছি এবং সবখানেই অল্পের জন্য বানচাল হয়ে যায়; এদিকে স্কুল বেতনের খবর নাই।
তাই তুমি কিভাবে আছ এবং কেমন ভাবছ যার জন্য নিজেকে খুবই অসহায় মনে হয়। তবুও আশা ছাড়ি নাই। হাতে পেলে সঙ্গে সঙ্গে পাঠাবো।
তুমি নির্ভিক –চিত্তে লেখাপড়া কর। স্বীয় লক্ষ্যে তোমাকে পৌছতেই হবে। সেজন্য আর্শীবাদের কৃপনতা নাই, তোমার জন্য এত কিছু ত্যাগ স্বীকার করা।
তুমি ভেঙ্গে পড় না, ভয় পেয়োনা,ঈশ্বর হয়তো একটু আড়ালে আছে।
আমরা ভাল আছি তবে গত ২রা জুন মুজাম মামা মারা গেছেন। তোমার বিষ্ণুদার জটিল রোগ হয়েছে হয়তো কলকাতায় যাবে।
সংসার কোনমতে চালাচ্ছি। বাড়ীতে ছোট-বড় সকলেই ভাল। ----------------
তোমার কুশল কামনা করে এখানেই শেষ করছি।
ইতি
তোমারই পিতা।
পিতার পত্র—২২
প্র্রিয় পুত্র,
পত্রে আর্শীবাদ রইল। আশা করি ঈশ্বরের কৃপায় ভাল ভাবে পৌছেছ। বদিউজ্জামান আমার সঙ্গে দেখা করে নাই। ভার্সিটির খবর পত্রিকায় পেয়েছি। এবার মাত্র-------------- টাকা পাঠাচ্ছি। বৃষ্টি যেন আর ছাড়েনা, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমরা সকলেই ভাল আছি। সামনে পরীক্ষার জন্য ভালভাবে প্রস্তুতি নিও। সর্বদাই সজাগ ও সতর্ক থাকিও।
তোমার সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল কামনা করে শেষ করছি।
ইতি
তোমারই পিতা।
বিঃদ্রঃ তুমি ছিলে গৃহ ছিল আনন্দময়/ তুমি নাই , তাই এখন শূন্যময়।
নিয়মিত গীতা পাঠ করিও আর ধূমপান করিও না।
পিতার পত্র—২১
প্রিয় পুত্র,
শুভাশীষ ও আর্শিবাদ দিয়ে পত্র দিচ্ছি। গত ৮/১১/২০০০ ইং তারিখে তোমার পত্র পেয়ছি। সবকিছু অবগত হলাম। দীর্ঘ সময় পরে তোমার পত্র স্বস্তির আভাস দিয়েছে। যাই হোক হয়তো এ মূহুর্তে ভাল আছ। তোমার লেখাপড়া সর্ম্পকে জানলাম। তবে স্বাস্থ্যে প্রতি বিশেষ লক্ষ্য রাখিও। আহার বিহার সব কিছু সময়মতো করবে। এবং দুঃশ্চিন্তা পরিত্যাগ করিও। উত্তেজিত হবে না। ভক্তের অধীন ভগবান । কাজেই প্রথমেই তার ভক্ত হওয়া প্রয়োজন, তাকে লক্ষ্যে রেখে সবকিছু করব। কর্মেই তোমার অধিকার ফলে নয়।
সময় স্বল্পতা হেতু, এবং বেতন না পাওয়ায় যৎকিষ্ণিৎস্বরুপ --------- টাকা পাঠানো হল। তাছাড়া এবার একটু পাওয়ার টিলার নেয়ার চিন্তা করছি। আগামী পত্রেই এর ফলাফল জানতে পারবে। তবে আগামী ৩০ শে নভেম্বরের মধ্যেই আরো টাকা পাঠাবো।
তুমি কখনো টাকার চিন্তা করো না। এটা চলবে। সুতারাং তোমার স্বীয় লক্ষ্যে পৌঁছার জন্য একনিষ্টভাবে কাজ করে যাও। আমার আর্শিবাদ ও অকুণ্ঠ কামনা রইল । প্রতিদিন তোমার জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - কবি ভরত চন্দ্র ।"
আমরা বাড়ীতে বর্তমানে ভাল আছি। এবার ফসল ভাল হয় নাই। কারো মুখে হাসি নাই। সকলেই ভাবছে আগামী দিনের কথা। তুচ্ছ মনে করে মন খারাপ করো না। পত্রের উত্তর দিও। তোমার শুভ কামনা করে শেষ করছি।
ইতি
তোমারই পিতা।
বিঃদ্রঃ তোমার বই রায়গঞ্জে পাওয়া যাচ্ছেনা। মালদহে গেলে নিয়ে আসবে। বই পাওয়া যাবে তবে দেরী হবে।