ভূমিকা
পয়লাই কই, যারা বাউল নিয়া পড়তে চান,কিছু বইপত্রের নাম দিলাম।[i] তবুও একটু হুনেন—
অবজারভ দ্যা আন অবজারভড—সেই প্রাচীন ভারত, বুদ্ধ থেকে গ্রিক দর্শন, আল-ফারাবি, সাদিয়া গাও বা ইমানুয়েল কান্টের এই কথাটা দেখুন। এক চউখে হক্কলেরে রাখেন আর আরেক চোখে আমাদের হাছন রাজারে —কি সুন্দর করি কইয়া গেছেনঃ
‘আঁখি মুঞ্জিয়া দেখ রূপরে....
আরে দিলের চক্ষে চাইয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে…’
বা, “হাছন রাজা কয়রে বাড়ৈ ভিতরের উন্দুর মারো...”
এই কথাডা আমরা বহুতবার হুনছি। কিন্তু এই উন্দুর (ছিলোটি), ইঁদুর আসলে কী একটু বুঝাইয়া কই। আমাদের এই অঞ্চলের থেকে মিলগুলান খুঁজি।
· নিচের একখান ছবি ভালা কইরা দেহেন, এটা হইল বুদ্ধ ধর্মের ভব-চক্র। ইংরেজিতে লাইফ-হুইল। মধ্যখানের তিনটা প্রাণী। তিনটা শত্রু। মনের ভিতরের শত্রু। হেনরি এবাস্টার ১৮৭১ সনে পবিত্র-চাকা বলে বিশদ আলোচনা করে গেছেন। এবং, ভব-চক্রকে ন্যাচারাল ল’ এর উৎস বলেও কইছেন। [ii]
· আবার দেখেন, উপনিষদের কথা। সেখানে ছয়টা রিপুর কথা কইছেন।[iii]
· ইমাম গাজালি তার আলকেমি অব হ্যাপিনেস[iv]-এ মানুষের মাঝে থাকা মনুষ্য-গুণ আর পাশবিক শত্রুর কথা কইছে। ৮০০ শতকের লিখা একটা বইতেও আমরা এইসব লিখা পাই।[v]
[i] ফকিরি বা বাউল, বা তিনাদের নিয়া গবেষণা করতে বসিনাই বা ধর্মীয় প্রবন্ধ বলারও ইচ্ছা নাই। যারা হাছাই গবেষণা কাজ করবেন, পড়বেন, বা মনের খিদামিটাইবেন, তাগোরে অনুরোধ করিঃ হাতের কাছে কেনার জন্য সহজলভ্য শক্তিনাথ ঝা’র ‘বস্তুবাদী বাউল’ বইটি পড়তে। তা ছাড়া রয়েছে সুধীর চক্রবর্তীর গভীরনির্জন পথে, লোকসমাজ ও লোকচিত্র; ‘বাঙলার বাউল’, লীনা চাকির লেখা ‘বাউলের গানের ভেলা’, ওয়াকিল আহমেদের লেখা ‘বাউল গান’, ‘বাউল-ফকিরপদাবলী’ শক্তিনাথ ঝা সম্পাদিত এমন কিছু বই। যেহেতু এটা আমরার আইজকার বিষয় না, এই মুহুর্তে আমরার হাতে এই বই গুলি আছে, আর কিছু আর্টিকেল, এবং মিস্টার ইন্টারনেট। আমরা যে বইগুলি দেখেছি, শক্তি ঝা এর লিখা অসাধারণ মনে হইছে। সুধীর বাবু’র লিখার মাঝে সাহিত্য আছে, এক অজানা ক্ষমতায়লোকটা পাঠচক্র জমাইয়া রাখতে পারেন। মাঠের বর্ণনা অমন করে কে কইতে পারছেন! বিশটা বছরেরও বেশি সময় বাউল সঙ্গ করছেন। পাতায় পাতায় পরিশ্রমআর যতনের মায়া লাগানো, অঙ্কে লিখার মাঝে তিনটা বই আমরা আলাদা করতেছিঃ সাহেবধনী সম্প্রদাযয়তাদের গান (পুস্তক বিপণি, জানুয়ারি ১৯৮৫), গভীরনির্জন পথে (আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, জুলাই, ১৯৮৯, দ্বিতীয় মুদ্রণ: জুলাই ২০০২, তৃতীয় মুদ্রণ: এপ্রিল ২০০৮, পঞ্চম মুদ্রণ: জুন ২০১১) আর বাউলফকির কথা, (লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, মার্চ ২০০১, দ্বিতীয় মুদ্রণ: সেপ্টেম্বর ২০০২, তৃতীয় মুদ্রণ ও নবপ্রকাশ: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, আগস্ট ২০০৯, চতুর্থ মুদ্রণ: জুলাই ২০১২)। এবং আহমদ শরীফ সাবের বাউলতত্ত্ব ।
[ii] Alabaster, H. (1871). The Wheel of the Law. Buddhism Illustrated from Siamese Sources by the Modern Buddhist (Chao Phya Thipakon), a Life of Buddha (translated from the Siamese Pathomma Somphothiyan), and an Account of the Phrabat. Trübner&Company.পেইজ, ৭৮।
[iii] Bhatia, V. P. (2016). Ethical and Spiritual Values in Indian Scriptures. Notion Press; Ramesh, A., & Dani, V. (2014). Embedding Spirituality for Professionals–A Study Using Movies as Pedagogy. Procedia-Social and Behavioral Sciences, 133, 473-480.
[iv] Al-Ghazzali, A. H. M., Daniel, E. D., & Field, C. (2015). The alchemy of Happiness. Routledge.
অধ্যায় এক, আর চার দেখবার পারেন।
[v] Perho, I. (1997 [800], Prophet’s Medicine (translted by Helsinki University, pp.130-143