এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২২ আগস্ট, ২০২২

পিতার পত্র- ৬ থেকে -১০

পিতার পত্র—১০

 


প্রিয় পুত্র,

পত্র শত সহস্র শুভেচ্ছা রইল। আশা কর ভাল আছ। তোমার প্রেরিত পত্র পেয়েছি এবং সবকিছু অবগত হলাম। 

শুধু এটুকুই বলতে পারি , তুমি যথেষ্ট ধৈর্য্য ধরে যে ভাবে মানসিক দুঃখে লেখাপড়া করছ এটা যেমন আশ্চর্য্য ,তার চেয়ে আরো আশ্চর্য্য যে এমন পরিবারের ছেলে হয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছ। তবে জেনে রাখ এ অবস্থা চিরদিন থাকবেনা। দুঃখের পর সুখ আসবেই এটা প্রকৃতির নিয়ম। আমি কেবল ঢাকার কাজটা সেরে  ফেলি। হয়তো নভেম্বর বা ডিসেম্বরে সম্পূর্ণ হবে। 

যাদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পাচ্ছ তাদের সঙ্গে সৎব্যবহার করে বন্ধুর ঋণ  পরিশোধ করিও। আর বলিও সেদিন বেশী দূরে নয় এমন দিন চিরদিন থাকবে না।  তোমার প্রতি শুধু এটুকুই বলব শুরু যখন করেছ তা যেন ভালভাবেই সম্পন্ন হয়। যোগ্য পিতার যোগ্য সন্তান হয়েই বিশ্ববিদ্যালয় থেকে বাড়ী ফিরে আসতে পারো। তোমার জন্য সমাজ ও দেশের অনেক কাজ বাকী আছে। যা সম্পাদনের জন্য তোমাকে উপযুক্ত দক্ষতা অর্জন করতে হচ্ছে। 

এ মাসেই টাকা পাঠাব, যত টাকা ধার হোক তা দিতে আমি বদ্ধ পরিকর। তবে একটু সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে এলাকায় এবারে আশানুরূপ বৃষ্টি হচ্ছে না। ফলে লোকজন বিশেষভাবে চিন্তিত; তদুপরি নির্বাচনের ক্রিয়া –প্রতিক্রিয়া। দেশের রাজনৈতিক অস্থিরতায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করাই ভাল। যতদূর সম্ভব নিজেকে সমান দূরত্ব বজায় রেখে চলব।

 আনিসুরের ভাই আমজাদকে পত্র দিলাম। তার সঙ্গে যোগাযোগ রেখে চলিও , দূর বিদেশ সে হবে তোমার আপনজন। 

”নিশি দিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে।” ”আমার ভক্ত কোনদিন বিনষ্ট হয়না। আমিই তার সমস্ত বোঝা বহন করি। এটা কথা নয় বরং জীবনে প্রমাণিত।” সুতারাং হতাশা বা ভয়ের কারণ নাই। পলায়ন বা ত্যাগের বিষয় নয়। বরং যেভাবে পড়াশুনা চালিয়ে যাচ্ছ এটা শুধু  তোমার নয় বরং পরিবারের আগামী দিনের দৃষ্টান্ত। এমনি করেই দুঃখে কষ্টের মাধ্যমেই বড় হতে হয়। পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা তো এভাবেই বিশ্বের মানুষকে ঋণে আবদ্ধ করেছনে। এভাবেই অনেক বলা যায়। সবই এখন বুঝতে পারছ। শুধু স্মরণ করে দিলাম। যা হোক সামনে মনসা পূজা , সেদিকে একটু ব্যস্ত আছি। মা কে স্মরণ করে এমন দুর্দিনে যদি কৃপা পাই। তোমার সুখ, স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। 

                                                                        ইতি 

                                                                তোমারই পিতা 

 

 

পিতার পত্র—৯

 


প্রাণাধিক পুত্র,

পত্রে  আমার শত শত শুভেচ্ছা রইল তোমার প্রেরিত পত্র –মারফত সুসংবাদ জেনে শুধু আমি নই সকলেই পরম খুশী তোমার আশাতীত সাফল্য চিরদিন অটুট ও অক্ষুন্ন থাকুক এটাই কামনা করি যার্ ,তোমার জন্য প্রতিটি মুহূর্ত অনুভব করি তুমি যাওয়ার পর বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহে ব্যস্ত ছিলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হইতে না হইতে ব্যর্থ হয়ে যায় আবার বিকল্প পথ খুঁজতে থাকি যাক , সমাধানের পথে এসেছি তোমার জন্য আপাতঃত অতুলের মাধ্যমে ------ টাকা দিলাম আর আগামী ১৬ মার্চ বেতন তুলে ------ টাকা কুরিয়ার সার্ভিসরে মাধ্যমে পাঠাব

তুমি আর কোন চিন্তা করবে না আমরা বাড়ীতে সকলেই ভাল আছি তোমার সুখই আমার সুখ অর্জুন যখন দ্বিধাদ্বন্দে ছিল তখন কৃষ্ণ বলেছেন- ” মামনুস্মর যুধ্য চ” অর্থ্যাৎ আমাকেই স্মরণ কর এবং যুদ্ধ কর সমস্ত কর্মের ভার আমিই বহন করি তোমার কুশল কামনায় –

                                                                                ইতি

                                                                    প্রফুল্ল কুমার রায়

 

 

                                                                           পিতার পত্র—৮ 

 


স্নেহের পরিমল,

পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার মোবাইল নম্বর পেয়েছি। যা হোক এবারে ---- টাকা দিলাম । ভূট্টা ও ধান এখনো পাকেনি। এক সপ্তাহ পরে হয়তো হতে পারে। 

সামনে পরীক্ষা, তাই মনোযোগ সহকারে পরীক্ষা দিবে। কারণ কোন পরীক্ষাই তুচ্ছ বা অবহেলার বস্তু নয়। তাছাড়া এ পরীক্ষার ফলাফল তোমার জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে। তাই একটু পরিশ্রম করে ভালভাবে প্রস্তুতি নিবে। বহুদিনের শ্রম ও সাধনা যেন ব্যর্থ না হয়। মুখ যেন আগের মতো উজ্জ্বল থাকে। 

 তোমার শুভ কামনায় এখানেই শেষ করছি।   


                                                                    ইতি 

                                                            তোমারই পিতা 

 

 

 

পিতার পত্র—৭ 

 


প্রিয় পুত্র

নূতন বছরের শুভেচ্ছা রইল আশা করি ভাল আছ টাকা সংগ্রহ করতে দেরী হওয়ায় টাকা পাঠাতে  দেরি হলএবারের ভর্তি ফিস সহ ------ টাকা পাঠালাম সামনে মাসে প্রথম দিকে আবার টাকা পাঠাতে পারব কালব সমিতির টাকা এ মাসের শেষের দিকে হবে

 তুমি মনোযোগ সহকারে লেখাপড়া করতে থাক সাফল্য এখন নাগালের মধ্যেই প্রবল শৈত্য প্রবাহে জন জীবন বিপন্ন আগামী রবি ফসলের ক্ষতির সম্ভাবনা 

 আমরা সকলে একরুপ ভাল  আছি তোমার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি

                                                                                                   ইতি 

                                                                                            তোমারই পিতা 





পিতার পত্র—৬ 


প্রিয়পুত্র,

পত্রে শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। তোমার পড়াশোনা ভালভাবে চলছে এবং সামনে পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছ। তোমার আশা পূর্ণ হোক । ভালভাবে পরীক্ষা দাও। তবে এ কথাও বলে রাখি পরীক্ষা মানেই পরীক্ষা । সদা সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টির কোন অবকাশ নাই। সামান্য একটু ভুল পরে সংশোধন নাও হতে পারে। 

যাই হোক এতদিন হয়তো কষ্টে আছ তা অনুভব করছি । কিন্তু চষ্টোর কোন ত্রুটি করি নাই। সীমিত সম্পদের মাঝে তোমাকে টাকা দিবার চেষ্টা চালাচ্ছি। এবারে --- টাকা দিলাম। এ মাসের শেষে হয়তো আরো দিতে পারব। 

এদিকে সকল দেনা পাওনা পরিশোধ করতে হচ্ছে। তাই একটু সময় লাগবে। ঋণের টাকা এখনও হয় নাই । তবে কথা দিচ্ছে।  আমরা বাড়ীতে মোটামুটি ভাল আছি। বাড়ী এলে  চা ও চায়ের চারা নিয়ে এসো। তোমার শুভ কামনায় শেষ করছি।


                                                                                ইতি 

                                                                        তোমারই পিতা 

কোন মন্তব্য নেই: